আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেডের কার্যালয় তথা আইতরমা পরিদর্শন করলেন আইতরমার নবনিযুক্ত চেয়ারম্যান টোটন দাস। বুধবার আগরতলার শকুন্তলা রোডেস্থিত আইতরমা’তে গিয়ে পরিদর্শন করে কথা বলেন কর্মীদের সাথে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা চাইছি আইতরমাকে পুরনো অবস্থানে ফিরিয়ে আনার। যাতে একই ছাদের তলায় সমস্ত নিত্য পণ্য সামগ্রী ক্রেতারা সুলভ মূল্যে কিনতে পারেন। এটি পুনরায় চালু হলে ক্ষুদ্র শিল্প উদ্যোগীরা সঠিক দামে পণ্য সামগ্রী বাজারজাত করতে পারবেন। পাশাপাশি বহু যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে। আগামী দিনে এই লক্ষ্য নিয়েই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।