দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ এপ্রিল ।। সাংগঠনিক ভিত্তির দৌলতে ADC অঞ্চলে অনেক আগে থেকেই CPI(M) নীরবে ভোট প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এক মাসেরও কম সময় বাকী ADC ভোট অনুষ্ঠানের স্বভাবতই অন্যান্য রাজনৈতিক দল গুলোও গা-ঝাড়া দিয়ে প্রচারের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে।
শনিবার, খুমলুংয়ে CPI(M)-র জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা, ADC-র CEM ডঃ রণজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। খুমলুংয়ে মূখ্যমন্ত্রী সহ অন্যান্য বক্তারা বিভেদকামী শক্তির বিরুদ্ধে, রাজ্যভাগের বিরুদ্ধে সতর্ক হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মানুষের ঐক্য সংহতি নষ্ট করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির অপচেষ্টা ব্যর্থ হবে বলে জানান। ADC অঞ্চলের মানুষের সার্বিক বিকাশে ক্ষমতাসীন দলের বিভিন্ন কর্মসূচীর সফল বাস্তবায়নের জীবন মানের পরিবর্তনের পরিবেশকে সমৃদ্ধ করতে CPI(M) কে ক্ষমতাসীন করার আবেদন জানান।
ছবি- আভিষেক দেববর্মা।