আসন্ন দূর্গোৎসবকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্য ও প্রসাশনিক আধিকারিকদের নিয়ে আলোচনাসভা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৫ অক্টোবর || বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবে যাতে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে ও পূজার কয়েকদিন সকলে যেন আনন্দের সহিত পরিবার আত্মীয় পরিজনদের নিয়ে কাটাতে পারে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার মহকুমা প্রসাশন। বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে শান্তিরবাজার মহকুমার সব কয়টি পূজা কমিটির সদস্যদের নিয়ে ও প্রসাশনিক আধিকারিকদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এই আলোচনাসভার মাধ্যমে কিভাবে পূজো প্যান্ডেল নির্মান করা যায়, পূজো করার জন্য কোন কোন দপ্তরের অনুমোদন প্রয়োজন, কিভাবে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ছারা পূজো সম্পূর্ন করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়। তার পাশাপাশি কোনো পূজা কমিটি যেন চাঁদা নিয়ে কোনোপ্রকারের জুলুম না করে তার জন্য করা বার্তা দিলেন মহকুমাশাসক। চাঁদার জুলুমের কোনোপ্রকারের অভিযোগ আসলে আইনিভাবে করা পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান মহকুমা শাসক। অপরদিকে বর্তমান সময়ে মেলেরিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। কেউ যাতে মেলেরিয়ায় আক্রান্ত না হয় তার জন্য জনসন্মুখে কিছু বার্তা তুলে ধরলেন জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস। কিভাবে মেলেরিয়ার প্রাদুরভাব থেকে মুক্তি পাওয়া যায়, মেলেরিয়া থেকে মুক্তি পেতে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ও কিভাবে মেলেরিয়ার সৃষ্টি হয় তা নিয়ে সুন্দরভাবে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সকলে আশাবাদী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাসের পরামর্শ অনুযায়ী চললে আসন্ন দূর্গা পূজায় সকলে সুস্থ থাকতে পারবে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এইধরনের মূল্যবান পরামর্শ তুলে ধরাতে সকলে উনাকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে আলোচনা সভায় মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা উনার বক্ত্যের মাধ্যমে জানান, পুলিশ সর্বদা সকলের পাশে রয়েছে। পূজোয় কোনো লোকজন অসুবিধার সন্মুখিন হতে পুলিশ সাহায্যের হাত বারিয়ে দেবে। কোনপ্রকার অপ্রতিকর ঘটনা এরাতে অন্যান্য দিনের ন্যায় পুলিশ এগিয়ে আসবে এবং যাতেক রে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তারই প্রয়াস চালিয়ে যাবে আরক্ষা প্রসাশন।
এদিনের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস , বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, শান্তিরবাজার থানায় এস আই সুজিত দাস, জোলাইবাড়ী ব্লকের বিডিও মানস ভট্টাচার্য্য, শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*