আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী কেন্দ্রীয় সমিতির নতুন কমিটির ঘোষণা দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত, ২৮ সদস্য বিশিষ্ট আগের কমিটি পদত্যাগ করায় শনিবার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দিলেন মেয়র। এদিন ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় সঞ্জীব মজুমদারকে। পাশাপাশি সম্পাদক নির্বাচিত হন সুভাষ দাস।
প্রসঙ্গত, আগের কমিটি বাজার উন্নয়ন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে যুক্ত থাকায় পদত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগ। মূলত বটতলা বাজারে বেআইনি নেশার ঠেক পুর নিগম কর্তৃক উচ্ছেদ পরবর্তীতে পূর্বতর বাজার কমিটি তাদের পক্ষে মিছিলে অংশগ্রহণ করাই তাদের কাল হয়।
শনিবার এই কমিটি ঘোষণা কালে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিল কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্যরা।