তিপ্রা মথা ও সিপিআই(এম) দল ত্যাগ করে ১১৪ জন ভোটার যোগ দিলেন বিজেপি’তে

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ অক্টোবর || জোলাইবাড়ী কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং। মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানো ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রেকে বিরোধী মুক্ত বিধানসভা হিসাবে গঠন করা। এই দুইটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং। মন্ডল সভাপতির উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধী শূন্য করতে প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে যোগদান সভা।
রবিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং কমিউনিটি হলে মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় তিপ্রা মথা ও সিপিআই(এম) দল ত্যাগ করে ১১৪ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেনেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
এদিনে এই অনুষ্ঠানে কৃষি ও বিদ্যুৎ দপ্তেরর মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, অল ত্রিপুরা ফারর্মাস ক্লাবের ত্রিপুরা রাজ্য সভাপতি ও ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক প্রদীপ বরণ রায়, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিজেপি’র দক্ষিন জেলার সহ সভাপতি চেথই মগ, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী সহ অন্যান্যরা।
এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন ও বিগত বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। রাজ্যের সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান বক্তারা। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই যোগদান সভায় ব্যাপক হারে লোক সমাগম ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*