বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ অক্টোবর || পুজার মরশুমে শান্তিরবাজারে বারছে চুরির প্রকোপ। বিগত এক মাসের উপর শান্তিরবাজার থানার ওসি অনুপম দাস থানায় অনুপস্থিত। বর্তমান সময়ে সেকেন্ড ওসি ডারলং এর দায়িত্বে চলছে শান্তিরবাজার থানা। এই সুযোগকে কাজে লাগিয়ে চুরি সংগঠীত করলো নিশিকু্টম্বের দল। মঙ্গলবার গভীর রাতে শান্তিরবাজার জেলা হাসপাতালের সামেন একটি হোটেল, একটি মিষ্টি দোকান ও একটি চায়ের দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। এই চুরি কান্ডে গ্যাসের সিলান্ডার, নগদ অর্থ সহ দোকানের কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। এই চুরির বিষয়ে জানাতে গিয়ে মিষ্টি দোকানের মালিক জানান, উনার দোকানে এর আগেও বেশ কয়েকবার চুরি সংগঠীত হয়েছে। এই চুরির বিষয়ে পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এই চুরি কান্ড সম্পর্কে পুলিশকে জানাতে উনারা দ্বিধাবোধ করছেন। সকলে পুলিশের উপর আস্থা হারিয়েছেন বলে জানান দোকানের মালিক। উনাদের অভিযোগ বিগত দিনেও চুরি হবার পর পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যান। আজ পর্যন্ত একজন চোরকেও আটক করতে পারেননি শান্তিরবাজার থানার পুলিশ। বর্তমান সময়ে ওসির দায়িত্বে থাকা ডারলং এর চিন্তাভাবনা গরুর গাড়ী আটক করে আবৈধ উপায়ে অর্থ উপার্জন করে নিজের পকেট ভারী করা। যার ফলে লোকজন নিজেদের অসুবিধার কথা পুলিশকে জানাতে দ্বিধাবোধ করছে।