দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ এপ্রিল ।। মানবের রুপে শিব গৌরী গাজন নৃত্যে মত্ত, সঙ্গে বাজছে ঢাক – এই ছবি এমুহূর্তে এই শহরেও দেখা যাচ্ছে। সিঁদুর মাখা ত্রিশূলে মাথা ঠেকিয়ে কেউ ক্যাশ দিচ্ছে আবার গৃহস্থের ঘরে শিব গৌরীর সেবায় তেল, চালও দিচ্ছেন অনেকে। পৃথিবীর বুকে এই হর পার্বতীর গাজন নাচের পেছনে রয়েছে যুগ যুগান্তরের ধর্মীয় যোগ সূত্রতা। কথায় বলে বিশ্বাসেই ভগবান মেলে – মানুষের বেশে শিব গৌরীর এই গাজনের পালাতেও সম্পৃক্ত রয়েছে ভক্তপ্রান মানুষের নির্ভেজাল বিশ্বাস।