আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে রাজ্যের মেয়ে নয়নিকা সরকার। সে রাজধানীর শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
বুধবার বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে সেই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নয়নিকা সরকাকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।