গোপাল সিং, খোয়াই, ১২ অক্টোবর || বৃহস্পতিবার খোয়াইয়েও ৩৬’তম বীরচন্দ্রমনু শহীদ দিবস পালিত হয় সিপিআই(এম)’র উদ্যোগে। এদিন পার্টির মহকুমা কার্য্যালয়ে শহীদ বেদীতে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আলয় রায়, পলাশ ভৌমিক, মহকুমা কমিটির সদস্য নন্দলাল গোপ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন শহীদান দিবসের তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন পদ্ম কুমার দেববর্মা।