বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ অক্টোবর || অন্যান্যবছরের ন্যায় এইবছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে শ্যামাপ্রসাদ মুখার্জী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনেল ম্যাচ অনুষ্ঠিত হয়। লক্ষীছড়া এফ সি বনাম মনুবনকুল এফ সি’র মধ্যে এই ফাইনেলম্যাচ হয়। এই ফাইনেল ম্যাচে লক্ষীছড়া এফ সি মনবনকুল এফ সি’কে ২ গোল দিয়ে জয়লাভ করে।
জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনেল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, দক্ষিন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, সাব্রুম বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিন জেলার পুলিশ সুপার অশোক সিনহা সহ অন্যান্যরা।
এদিন এই ফাইন্যাল ম্যাচে শুধুমাত্র স্বাগত ভাষন দেওয়া হয়েছে। এছারা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কোনো প্রকারের ভাষন প্রদান করেননি। সকলে আনন্দের সহিত খেলা উপভোগ করেন। হাজারো হাজারো লোকের সমাগমের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই ফাইনেল ম্যাচে উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। খেলা শেষে জয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।