বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ অক্টোবর || মহালয়ার পূর্ণলগ্নে শান্তিরবাজার মহকুমার উত্তর মুহুরিপুর সমাজ শিক্ষা কেন্দ্রের পূজো কমিটির উদ্দ্যোগে মুহুরীপুর এলাকায় এক প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। শহর এলাকার পূজোকে টেক্কা দিয়ে গ্রাম এলাকার পূজোর প্রস্তুতি চলছে ব্যাপক হারে। উত্তর মুহুরীপুর সমাজশিক্ষা কেন্দ্রের পূজো এই বছর ৫০ বছরে পদার্পন করেছে। এইবছর দূর্গা পূজো কমিটির উদ্দ্যোগে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়। এইবছরের পূজোর বাজেট এক লক্ষ ৫০ হাজার টাকা। এই সল্পবাজেটের মধ্যেও বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়।
যার মধ্যে শনিবার মহালয়ার পূর্ণলগ্নে প্রভাতফেরীর আয়োজন করা হয়। পূজোর কয়েকদিন বসেআঁকো প্রতিযোগীতা, ছোট ছোট শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এলাকার পূজোর সাথে বিগত দিনে জরিত থাকা বয়ষ্কদের সংবর্ধনা প্রদান করা হবে। এছারা অষ্টমীর দিন সকল ভক্তবৃন্দদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা করা হবে। সল্প বাজেটে অনেকগুলি কর্মসূচী নিয়ে মায়ের আরাধনায় এগুচ্ছেন উত্তর মুহুরীপুর সমাজশিক্ষা কেন্দ্রের উদ্দ্যোগতারা। এদিন এই প্রভাতফেরী কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূজো কমিটির সভাপতি বিক্রম সরকার, যাদব দেবনাথ, অনিমেষ সরকার, সম্পাদক উত্তম গোপ, প্রসেনজিৎ হালদার, সুমন গোপ, কোষাধক্ষ্য দেবাশীষ দেবনাথ ও বিপ্লব মজুমদার। এই প্রভাতফেরীতে অংশগ্রহনকারী লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।