সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ অক্টোবর || শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা, কাশবনে কাশের দোলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ সেই সাথে ঢাকি পাড়ায় ঢাকের ঢেং কুরাকুর শব্দ – এ যেনো মা দুর্গার আগমনী বার্তা। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব’কে কেন্দ্র করে ঢাকি পাড়ায় বিভিন্ন প্রকারের ঢাক গুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে জোর কদমে। ষষ্ঠী থেকে পড়বে ঢাকে কাঠি। শনিবার তেলিয়ামুড়ার শান্তিনগরস্থিত ঢাকি পাড়ায় গিয়ে প্রত্যক্ষ করা যায় ঢাকি বলরাম ঋষি দাস নিজ বাড়িতে ঢাক মেরামতের কাজে ব্যাস্ত।
ঢাকি পাড়ার ঢাকি বলরাম ঋষি দাস জানান, বাবার কাছ থেকে ঢাকে কাঠি ধরা। বর্তমানে ঢাকের কাঠি ধরা পেশায় রূপ নিয়েছে। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন পুজো পার্বনে ঢাক বাজিয়ে থাকেন তিনি। তবে এবছর শারদীয়া দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বিগত কয়েক বছর করোনা মহামারির কারণে ঢাকের চাহিদা না থাকায় বিভিন্ন দিক দিয়ে আর্থিক অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। কিন্তু এখন আর আগের মত নয়, স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। পুজোও অনেক বেশি হচ্ছে। বায়না পেয়ে গেছেন ইতিমধ্যে পুজায় ঢাক বাজানোর।
পুজোতে পূজোতে ঢাক বাজিয়ে সংসারের যাবতীয় ভরণ পোষণ করতে হয় তাঁদের। তিনি এও জানান, শারদীয় দুর্গাপূজোয় ঢাক বাজিয়ে একটা আয়ের ভালো মুখ দেখেন। তবে এ বছরও আশাবাদী ঢাক বাজিয়ে ভালো একটা অর্থ রাশি ঘরে তুলতে পারবে। তিনি মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তে শারদীয়া দুর্গোৎসবে ঢাক বাজিয়ে থাকেন।