আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || শারদীয়া দূর্গা পূজো সামনে রেখে এবং মহালয়াকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদক্নের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি মৃণালকান্তি নকুল দেবনাথ, পূজো কমিটি সেক্রেটারি সহ অন্যারা। পাশাপাশি যারা যারা রক্ত দিয়েছেন তাদের হাতে একটি করে হেলমেট তুলে দিয়েছেম। পাশাপাশি এদিন আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্রদান করা হয়।