বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্দ্যোগে রক্তদান শিবির

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ অক্টোবর || রাজ্যে রক্তের সল্পতা মেটাতে এগিয়ে আসলো বিবেকানন্দ বিচারমঞ্চ। রবিবার বাইখোড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মী ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেজেটেড সংঘের সম্পাদক ডাঃ দেবাশীষ রায়, বিএমএস’র জেলা কনভেনার সুভাষ দাস, জোলাইবাড়ী বিবেকানন্দ বিচার মঞ্চের ডিএমসি রঞ্জীত কুমার মগ, বিবেকানন্দ বিচারমঞ্চের স্বাস্থ্য বিভাগের রাজ্য কনভেনার নির্মল কুমার দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, কেশব চৌঁধুরী সহ অন্যন্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং জানান, রাজ্য সরকার চাইছে রক্তের সল্পতা মেটাতে। রক্তের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে। রক্তদান অনুষ্ঠান করার জন্য অজয় রিয়াং উনার পক্ষ থেকে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান। বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্দ্যোগে এইধরনের রক্তদান শিবিরের আয়োজন করাতে অজয় রিয়াং ধন্যবাদ জানান।
এই রক্তদান শিবির সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিবেকানন্দ বিচার মঞ্চের বাইখোড়া ব্রাঞ্চের সম্পাদক সপন সরকার জানান, উনাদের এইধরনের কর্মসূচী প্রতিনিয়ত জারি থাকবে। এদিন এই রক্তদান শিবিরে মোট ১৭ জন রক্তদান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*