আনুষ্ঠানিক ঘোষণায় ডব্লিউটিএ তালিকায় ৭৬৬০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে সানিয়া

smখেলাধুলা ডেস্ক ।। আনুষ্ঠানিকভাবে মহিলাদের টেনিসে ডাবলস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সানিয়া মির্জা৷ আজ প্রকাশিত ডব্লিউটিএ তালিকায় ৭৬৬০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে সানিয়া৷ ৭৬৪০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে সারা ইরানি৷
রবিবারই মাথায় উঠে গিয়েছিল মুকুট৷ আনুষ্ঠানিক ঘোষণা সোমবার৷ সোমবারই প্রকাশিত হল ডব্লিউটিএ-র সাম্প্রতিকতম বিশ্ব-র‌্যাঙ্কিং৷ গ্রহের প্রথম ভারতীয় মহিলা হিসেবে টেনিসে ডাবলস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সানিয়া মির্জা৷ লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির পর তৃতীয় ভারতীয় হিসেবে ডাবলসের শীর্ষ র‌্যাঙ্কিংয়ের মাইলস্টোনটি ছুঁলেন তিনি৷
সোমবারের প্রকাশিত ডব্লিউটিএ তালিকায় ৭৬৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে হায়দরাবাদি টেনিস নক্ষত্র৷ পিছনে ফেলে দিলেন ইতালির সারা ইরানিকে৷ রবিবার ফ্যামিলি সার্কল কাপ-জয়ের সঙ্গে সঙ্গেই স্বপ্নপূরণ৷ বহু পরিশ্রমের ফসল৷ কিন্তু, একদিনেই যেন বদলে গিয়েছে পৃথিবী৷ ঘোর এখনও কাটেনি৷ সানিয়া জানিয়েছেন, ‘আমি প্রচণ্ড খুশি৷ এক নম্বরে পৌঁছন আমার স্বপ্ন ছিল৷ সেই স্বপ্নপূরণ হল অবশেষে৷’ অভিনন্দনের বন্যা৷ শুভেচ্ছার সুনামি৷ সানিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গাঁধীও৷ কয়েকদিন আগেই ব্যাডমিন্টনের শীর্ষ র‌্যাঙ্কিং ছুঁয়েছিলেন এক হায়দরাবাদি৷ সাইনা নেহওয়াল৷ টেনিসে ডাবলসের শীর্ষে পৌঁছলেন আর এক হায়দরাবাদি৷ তবে, আবেগে ভেসে যাওয়ার অবকাশ নেই৷ সামনেই ফেড কাপ৷ প্রস্তুতি তুঙ্গে৷ এক নম্বরে জায়গাটা ধরে রাখা যে বড় কঠিন৷ জানেন সানিয়া মির্জা৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*