আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || জীবনের অনেকগুলো বছর নেশার কবলে জর্জরিত থেকে এখন সমাজের মূল স্রোতে যারা, তাদের হাতেই বর্ণিল সাজে সেজে উঠবে উজান অভয়নগরের নিউ স্টার ক্লাবের পূজো মন্ডপ। নেশার আঁধারে নিমজ্জিত যারা, তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবছর পূজোর ভাবনা অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো রাজ্যের বিশিষ্ট শিল্পী রূপা নন্দীর পরিচালায় বেশ কয়েকজন শিল্পীদের সাথে রঙ, তুলিতে হাত লাগাবেন নেশা ছেড়ে মূল স্রোতে আসা কয়েকজন তরুণ। এবছর নিউ স্টার ক্লাবের পূজোর বাজেট ৫ লক্ষ টাকা। প্রতিমা ও মন্ডপ শিল্পী রাজ্যের বলে জানান ক্লাবের কোষাধ্যক্ষ। তিনি আরও বলেন, সমাজে যেই সব যুবকরা এখনো নেশার সাথে জড়িত তারা যেন মূল শ্রোতে ফিরে আসে সেই লক্ষ্যেই এই উদ্যোগ।