আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || ২০২২ সালের সকল টেট কোয়ালিফাই বেকার যুবক যুবতীদের একসঙ্গে নিয়োগ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নিকট অনুরোধ জানালেন ২০২২ সালের সকল টেট কোয়ালিফাই বেকার যুবক যুবতীরা। সোমবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে একত্রিত হয়ে এই দাবী জানায় টেট কোয়ালিফাই বেকার যুবক যুবতীরা।