স্বর্ণ চুরি করার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে তুলে দিলো পুলিশের হাতে

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ অক্টোবর || স্বর্ণ চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় লোকজনেরা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজারে বিহার থেকে কিছু লোক এসে লোকজনের বাড়িতে স্বর্ণ অলঙ্কার পরিষ্কার করার নামে স্বর্ণ চুরি করছে। একপ্রকারের তরল পদার্থের মাধ্যেমে স্বর্ণ অলঙ্কার ধুঁয়ে কিছু স্বর্ণ তরল পদার্থের মধ্যে রেখে দিচ্ছে। এইভাবে লোকজনের সাথে প্রতারনা করে স্বর্ণ চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরদল এমনটাই অভিযোগ।
মঙ্গলবার এইভাবে শান্তির বজারে এক বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির মালিক চুরির বিষয়টি জানতে পারে। পরবর্তী সময় চোরের দলের মধ্যে একজনকে শান্তিরবাজার কমিউনিটি হল সংলগ্ন এলাকায় এসে লোকজনেরা আটক করে। দু’জনের মধ্যে একজনকে আটক করলেও বাকি একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় লোকজনেরা চোরকে আটক করে শান্তিরবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। সঠিকভাবে তদন্ত করলে এই চুরিকান্ডের মাষ্টার মাইন্ডকে আটক করতে সক্ষম হবে পুলিশ এমনটাই ধারনা শান্তিরবাজারের লোকজনদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*