আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || রাজধানীর নেতাজি সুভাষ রোডস্থিত ছাত্রবন্ধু ক্লাবের এই বছরের দূর্গা পুজোর থিম হচ্ছে ‘তুমি এই পৃথিবী অতিথি, মালিক নও’। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ছাত্রবন্ধু ক্লাবের পূজো উদ্যোগতারা। জানা যায়, এই ক্লাব কিছু নতুনত্ব দিতে চায় প্রতিবছরই। তাই ছাত্রবন্ধু ক্লাবের এবছরের প্রতিমা তৈরি করা হয়েছে ৫৫ কেজি রুপো দিয়ে।
সাংবাদিক সম্মেলনে জানায়, তারা সারা বছর বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। যেমন রক্তদান শিবির, বৃদ্ধাশ্রমে বস্ত্র দান, গরিব লোকেদের বস্ত্র দান, পড়াশোনার জন্য বই খাতা কলম সহ খাবার বিতরণ এবং বিনামূল্যে হেলথ ক্যাম্প করে থাকেন।