আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর || এবারের শারদ উৎসবে নিজ বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালীর প্রতিটি ওয়ার্ডে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার তিনি বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠান করে দুস্থদের হাতে পূজো উপলক্ষে বস্ত্র তুলে দেন।
আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে এদিন মুখ্যমন্ত্রী বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ১৬নং, ২০নং, ৩২নং এবং ৩৪নং ওয়ার্ডের আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মা-বোনেদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রকৃত অর্থে সবার মধ্যে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই অর্থাৎ সবার মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।
এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকছেন স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা। পাশাপাশি এদিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ২০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ।
৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি এলাকাবাসী।