পুজোর প্যান্ডেলের কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ড, প্রতিমার কাঠামো সহ প্যান্ডেল সম্পূর্ণ ভাবে ভস্মীভূত, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || রাজধানীর উজান অভয়নগরস্থিত ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলের কাজ চলাকালীন আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকান্ডে দূর্গা প্রতিমার কাঠামো সহ পূজো প্যান্ডেল সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে ৩টি দমকল ইঞ্জিন। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। অভিযোগ ক্লাব সদস্যদের।
এই ঘটনার পর নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং সাংসদ প্রতিমা ভৌমিক।
পরে ঘটনাস্থলে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী পাপিয়া দত্ত, নবেন্দু ভট্টাচার্য প্রমুখ।
পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় আমি ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। সংশ্লিষ্ট এলাকার শ্রদ্ধালু মানুষজনদের সাথে আমিও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণভাবে মর্মাহত। তিনি বলেন, আমি রাজ্যের সার্বজনীন পুজো উদ্যোক্তাদের প্রতি আবেদন রাখছি পুজো প্যান্ডেল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার জন্য। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকে নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*