আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || ত্রিপুরার নব নিযুক্ত রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বুধবার দুই রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং ওড়িশার দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের স্থিলাভিষিক্ত হলেন। কিছুদিনের মধ্যেই তিনি রাজ্যে এসে শপথ নেবেন এবং দায়িত্বভার সামলাবেন বলে জানা যায়।