বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ অক্টোবর || তপন দত্ত পেশায় একজন শিক্ষক। বর্তমান সময়ে তিনি অবসরে এসেছেন। লোকজনদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধকরার বার্তা দিয়ে অন্যান্যবছরের ন্যায় এইবছরও জয়কাৎপুর এলাকায় ঘরোয়া পূজোর আয়োজন করলো তপন দত্ত ও উনার ভাই স্বপন দত্ত। তপন দত্ত জানান, দীর্ঘ অনেকবছর উনার বাড়িতে পূজো করা হচ্ছে। এই পূজোর মূল লক্ষ্য সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোওয়া। বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবের কয়েকদিন পরিবারের লোকজনদের ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দে কাটানোর লক্ষ্যে এই পূজার আয়োজন করা হয়। বর্তমান সময়ে লোকজনেরা নানান কাজে চরম ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটায়। পরিবার ও আত্মীয় পরিজনদের সঠিকভাবে সময় দিতে পারেন না। তপন দত্ত জানান, উনার পিতার প্রয়াসে এই দূর্গা পূজোর মাধ্যমে সকলে শত ব্যস্ততা ভুলে গিয়ে পূজোর কয়েকদিন একসঙ্গে দিন কাটাতেন। এছারা এই পূজোকে কেন্দ্র করে ব্যাপক হারে এলাকার লোকজনদের সমাগম ঘটে। এক কথায় এই পূজার আনন্দ শুধুমাত্র পরিবারের মধ্যে সিমাবদ্ধ থাকে না। জয়কাৎপুর এলাকার লোকজনেরাও এই পূজার আনন্দে মাতোয়ারা হয়ে উঠে।