আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর || রাজধানী আগরতলা শহর এবং শহরতলীর ক্লাবগুলির প্রতিমা নিরঞ্জন নিয়ে অনুষ্ঠিত হয় পূজো কার্নিভ্যাল “মায়ের গমন-২০২৩”।
বৃহস্পতিবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে পূজো কার্নিভ্যাল শুরু হয়। বিকেল ৫টায় সিটি সেন্টারের সন্মুখ থেকে সবুজ পতাকা নেড়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ, টিংকু রায়, প্রনজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, বিকাশ দেববর্মা, শুক্লা চরন নোয়াতিয়া, সুধাংশু দাস, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদিকা পাপিয়া দত্ত, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য প্রমুখ। এখানেই ভি আই পি’দের জন্য সুসজ্জিত মঞ্চ এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে। নানা থিমে ক্লাবগুলো এই পূজো কার্নিভ্যালে অংশ নেয়। এদিন শহরে পূজো কার্নিভ্যাল “মায়ের গমন-২০২৩” দেখার জন্য ছিল জনসমুদ্র।