আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর || শুক্রবার ঘোষিত হল ৩৯নং পুরো ওয়ার্ড আয়োজিত শারদ সম্মাননার বিজয়ীদের তালিকা। ৩৯নং পুরো ওয়ার্ড কমিউনিটি হলে কর্পোরেটর অলক রায় সহ উপস্থিত অতিথিরা ২০২৩ সালের শারদ সম্মানের বিজয়ীদের তালিকা ঘোষণা করেন। জানা যায়, আগামী ২৯শে অক্টোবর মোট ২২টি ক্লাবের মধ্যে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে কর্পোরেটর অলক রায় ছারাও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।