খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে সূচনা হল রেশন শপের মাধ্যমে সরিষার তেল বিক্রয়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর || শুক্রবার রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী সদর পুর নিগম এলাকায় রেশন শপের মাধ্যমে সরিষার তেল বিক্রির সূচনা করেন। এদিন তিনি প্রথমে  প্রগতি রোড মেহের কালীবাড়ির সন্নিকটে ৬২নং রেশন শপের মাধ্যমে সরিষার তেল বিক্রির সূচনা করেন। এরপর পর্যায়ক্রমে কদমতলী সিএনজি স্টেশন সংলগ্ন ২৪৫ নং রেশন শপ, ধলেশ্বর স্বামী দয়ালানন্দ স্কুলের সন্নিকটে ২৩০নং রেশন শপ এবং রেশম বাগানস্থিত ২২৬নং রেশন শপে এই সরিষার তেল বিক্রির প্রক্রিয়ায় সূচনা পর্বে উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*