আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || শেষ হল শারদীয় দূর্গোৎসব। এবার চলছে শারদ সন্মান কার্য্যক্রম। তারই অঙ্গ হিসেবে রবিবার আগরতলার পুর নিগমের ৩৯নং ওয়ার্ডের উদ্যোগে ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে আয়োজিত হয় শহর দক্ষিনাঞ্চল ভিত্তিক দ্বিতীয় শারদ সন্মান কার্য্যক্রম। এদিনের এই শারদ সন্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়িকা মিনা রাণী সরকার, ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, সমাজসেবী জয়ন্ত চৌধূরী প্রমুখ।
এদিন শহর দক্ষিনাঞ্চলের বিভিন্ন ক্লাবের হাতে পুরস্কার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সত্তর দশকে ক্লাব মানে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে বর্তমান সময়ে বিভিন্ন ক্লাব সমাজ পরিবর্তনের লক্ষ্যে এক হয়ে যেভাবে কাজ করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র শারদোৎসবকে সর্বাত্মক সফল করে তোলার জন্য বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং পূজা আয়োজকদের অভিনন্দন জানান।