আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || রবিবার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠানের ১০৬’তম পর্ব। এদিন রাজধানী আগরতলার ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯নং বুথে প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার জনসাধারনের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠানের ১০৬’তম পর্ব শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠানের এই কার্য্যক্রমে আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল, মাই ভারত, রাষ্ট্রীয় একতা দিবস পালন সহ একাধিক দেশবাসীর সাথে সংযুক্ত বার্তা আমাদের বিশেষ ভাবে অনুপ্রাণিত করে।
এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রাণী সরকার।