তেলিয়ামুড়ায় সঙ্গীত কনসার্ট করতে রাজ্যে আসছেন নন্দী সিস্টার্স এবং তার ব্যান্ড

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ অক্টোবর || প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে সঙ্গীত কনসার্ট করতে আসছে নন্দী সিস্টার্স এবং তার ব্যান্ড। আর এই কনসার্ট হচ্ছে তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে। তেলিয়ামুড়া বনেদি ক্লাব গুলোর মধ্যে অন্যতম প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব প্রতি বছরই দূর্গা পুজাকে কেন্দ্র করে বিজয়া দশমীর পর এবং দিপাবলীর মাঝের সময়ে মেগা সংগীত কনসার্ট বা  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকে। এবছরও এর ব্যতিক্রম হচ্ছে না। এবছরও ভারতের নামকারা শিল্পী দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ই নভেম্বর (রবিবার) সন্ধ্যায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। এই অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের উদ্যোগে ক্লাবের অফিস কক্ষে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়।
এই সাংবাদিক সম্মেলনে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অন্যান্য বছরের মতো এই বছরও আগামী ৫ই নভেম্বর সন্ধ্যায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভারতবর্ষের উদীয়মান সংগীত শিল্পী তথা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র বলিউড প্লেব্যাক সিঙ্গার (PS-1, PS-2) এবং গত দুর্গাপূজার কিছুদিন আগে মুক্তি পাওয়া টলিউড (রক্তবীজ) সিনেমার যেই গান এইবার পুজোতে সবচাইতে বেশি ভাইরাল হয়েছে এবং ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এওয়ার্ড প্রোগ্রামে অস্কার পুরষ্কারে ভূষিত সংগীত পরিচালক, গায়ক এ আর রহমান এবং সানের মতো বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে একসাথে গান গাওয়া সেই সঙ্গীত শিল্পী অন্তরা নন্দি ও অঙ্কিতা নন্দি, যাদেরকে গোটা পৃথিবী নন্দি সিস্টার্স নামে চেনেন, সেই শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। ক্লাব সম্পাদক আরও বলেন, এই বিশাল আয়োজনে বিগত বছরের মতো এবছরও আগামী ৫ই নভেম্বর সারা রাজ্যের সঙ্গীত প্রেমীদের উপস্থিত থেকে সঙ্গীত সন্ধ্যা উপভোগ করার পাশাপাশি সহযোগিতার আহ্বান রাখেন ক্লাব সম্পাদক পিন্টু দাস। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, সহ-সভাপতি কানাই সরকার, সহ-সম্পাদক ভাষ্কর রায় সরকার, পুজো কমিটির সম্পাদক খোকন দেবনাথ, সভাপতি পঙ্কজ পাল সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*