বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ নভেম্বর || অন্যান্য বছরের ন্যায় এবছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর রাজ রাজেশ্বরী মন্দিরে দীপাবলী উপলক্ষ্যে দু’দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে লোকসমাগম ঘটে। এই মেলাকে কিভাবে সার্বিক সহযোগীতার মাধ্যমে সাফল্যমন্ডীত করা যায় তা নিয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে মহকুমা শাসকের উপস্থিতিতে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বুধবার এই আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত হাতে নেওয়া হয়।
জানা যায়, অন্যান্য বছরের ন্যায় এইব ছরও ১১টি সরকারি ডিপার্টমেন্ট মেলায় স্টল দেবে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী সুশঙ্কর ভৌমিক, মেলা কমিটির সদস্য সহ অন্যান্যরা।