বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর || জোলাইবাড়ী কমিউনিটি হলে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি’র জনজাতি মোর্চার উদ্দ্যোগে দক্ষিন জেলাভিত্তিক এক সাংগঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দক্ষিন জেলার ৭টি মন্ডলের জনজাতি মোর্চার মন্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই সাংগঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক মাইলাফ্রু মগ, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী মন্ডলের জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা, বিজেপি দক্ষিন জেলার সভাপতি শঙ্কর রায় সহ অন্যান্যরা।
এই সাংগঠনিক আলোচনাসভার মূল আলোচ্য বিষয় সম্পর্কে সাংসদ রেবতী ত্রিপুরা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। এই সাংগঠনিক আলোচনাসভায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা৷ যায়।