স্পোর্টস ডেস্ক ।। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর। ক্রিকেট ইতিহাসের বেদনাময় দিন। সিডনির মাঠে একটি বাউন্সারে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ফিলিপ হিউজের জীবন। মাত্র ২৫ বছর বয়সেই চিরবিদায় নেন তিনি।
তরুণ হিউজকে বিশ্বকাপ উত্সর্গ করেছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। এবার পৃথিবীর সবচেয়ে উঁচুতে শান্তিতে বসবাস করবেন তিনি। হিউজের জীবনের অন্তিম ম্যাচের ব্যাট ও জার্সি রাখা হচ্ছে এভারেস্টের চূড়ায়। হিউজেসের দু’টি জার্সি ও ব্যাট নিয়ে এভারেস্টে পাড়ি দিচ্ছেন বিখ্যাত মহিলা পর্বতারোহী ছুরিম শেরপা।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এভারেস্টের চূড়ায় থাকবে হিউজের ব্যাট, জার্সি। এটা হিউজের মতো একজন প্রতিভাবান প্লেয়ারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার শ্রদ্ধার্ঘ। সবচেয়ে বেশিবার এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে ছুরিম শেরপার।
এক সিজনে দু’বার এভারেস্ট আরোহন করেন তিনি। হিউজের ব্যাট ও জার্সি নিয়ে এবারের অভিযান নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছুরিম শেরপার কথায়, যদি মনের জোর থাকে তাহলে যে কোনো সময়ে আপনি নিজেকে সেরা উচ্চতায় নিয়ে যেতে পারবেন, যা আমি করেছি।
আগামী ১৭ এপ্রিল এভারেস্টে অভিযান শুরু করবেন ছুরিম। লুকলা থেকে ৬ দিন ট্রেক করে প্রথমে এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছবেন। তারপর শুরু হবে সর্বোচ্চ শৃঙ্গ ছোঁয়ার চূড়ান্ত যাত্রা। এভারেস্টের শিখরে পৌঁছে হিউজের ব্যাট ও জার্সি রেখে ফিরবেন তিনি।