বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৫ নভেম্বর || আগামী ৬ ও ৭ই নভেম্বর শান্তিরবাজার মহকুমার তৈকর্ম দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মগ সম্প্রদায়ের ঐতিয্যবাহী ওয়া উৎসব। এই উৎসবটি অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক। আগামীকাল এই উৎসবের শুভ সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্ভোধকের পাশাপাশি মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ অন্যান্যরাও উপস্থিত থাকবেন। দু’দিনব্যাপী এই ফেষ্টিবেলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপকহারে লোকসমাগম ঘটবে। রাজ্যভিত্তিক ওয়া ফেষ্টিবলকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে চুরান্ত প্রস্তুতি।
