বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৫ নভেম্বর || শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশান সর্বদা নানান সামাজিক কর্মসূচি করে থাকেন। এরইমধ্যে শান্তিরবাজারে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশানের সদস্যরা। বিশ্বজিৎ কর্মকার শান্তিরবাজারের একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তিনি অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি ছোট্ট একটি দোকানের মাধ্যমে পরিবারের লোকজনদের পালন করতেন। বর্তমান সময়ে পরিবারের হাল ধরতে উনার সহধর্মীনি এই দোকানটা চালাচ্ছেন। উনার একটি কন্যা সন্তান রয়েছে। এই অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালো শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশানের সদস্যরা। এদিন উনারা নগদ ২৫ হাজার টাকা অসহায় পরিবারের হাতে তুলে দেয়। কনট্রাকটার এসোসিয়েশানের কাছ থেকে এইধরনের সাহায্য পেয়ে খুবই খুশি পরিবারের লোকজনেরা। শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশাবের এই ধরনের উদ্দ্যোকে সকলে সাধুবাদ জানিয়েছেন।