ভারত বিকাশ পরিষদের ক্ষেত্রিয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর || পুরোদস্তুর ভারতীয় আদর্শে অনুপ্রাণিত ভারতের প্রমুখ জনসেবামূলক সংগঠন ভারত বিকাশ পরিষদের নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মোধক সঙ্গীত প্রতিযোগিতা অন্যতম। দেশাত্মোধক সঙ্গীত গায়নের উত্তর পূর্ব ভারত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় শহীদ ভগৎ সিং যুব আবাসের মিলনায়তনে। কম্পিউটার, মোবাইল, সামাজিক মাধ্যমের রমরমার যুগে ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগৃত করার মহান উদ্দেশ্যে ভারত বিকাশ পরিষদ সারা দেশে শাখা স্তর থেকে রাষ্ট্রীয় স্তর পর্যন্ত এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের সর্বভারতীয় সংগঠন সম্পাদক সুরেশ জৈন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রোসেইন, মনিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রেমজিৎ সিং, মণিপুরের প্রখ্যাত চিকিৎসক ডাঃ রাজেন সিং, পরিষদের ত্রিপুরা প্রান্তের সভাপতি ভজন ভট্টাচার্য, জবা ভট্টাচার্য প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় সংগঠন সম্পাদক সুরেশ জৈন ভারত বিকাশ পরিষদের কর্মপদ্ধতির বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সমাজের অন্তিম পংক্তিতে অবস্থিত জন সমাজের পাশে অগ্রসর সমাজকে সহায়ক বন্ধুর ভূমিকায় উপস্থাপিত করার মূল লক্ষ্য নিয়ে ভারত বিকাশ পরিষদ কাজ করছে। সেই সঙ্গে যুব সমাজের মধ্যে দেশপ্রেম, সমাজপ্রেম এবং সহযোগিতার আদর্শ রোপণের উদ্দেশ্যে ভারত বিকাশ পরিষদ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এদিন সংস্কৃত, হিন্দি এবং স্থানীয় লোকগীত এই তিন বিভাগে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিকিম, আসাম এবং ত্রিপুরার এই তিন রাজ্যের বিদ্যালয় স্তরের (ষষ্ঠ থেকে দ্বাদশ) ছয় থেকে আটজন ছাত্রছাত্রী নিয়ে গঠিত রাজ্যস্তরীয় দল পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।
উত্তর পূর্ব ক্ষেত্র ভিত্তিক এই সঙ্গীত প্রতিযোগিতার বিচারক ছিলেন ত্রিপুরার প্রখ্যাত রবীন্দ্র শিল্পী তিথি দেব বর্মণ, আসামের প্রখ্যাত নজরুল গীতি বিশারদ কল্যানী দাম এবং মেঘালয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার রম্যজিৎ ভট্টাচার্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*