আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর || গত অক্টোবর মাসের ১৮ তারিখ মুক্তি পায় ‘হেমলক’ নামে একটি হিন্দি “ফিচারস ফিল্ম”। মুম্বাই এবং আগরতলার যৌথ প্রয়াসে ছবিটি তৈরি করা হয়। যা মুক্তি পায় ওটিটি প্লেটফ্রম জিও সিনেমাতে। এই ছবিটি কাস্টিংয়ের জন্য আগরতলার খ্যাতনামা কাস্টিং এজেন্সি Totell Fashion এবং মুম্বাইয়ের Shebroos ফিল্মের যৌথ প্রয়াসে ছবিটিতে কাস্ট করা হয়। ছবিটিতে ত্রিপুরার মেয়ে দেবাদৃতা দত্ত মূল চরিত্রে অভিনয় করে। ইতিমধ্যেই ছবিটি দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পুরস্কার পায় বলে জানা যায়। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে সমস্ত তথ্য তুলে ধরেন কাস্টিং এজেন্সি Totell Fashion এর কর্ণধার।