সংস্কৃত ভাষার জন্য ভারতের ধর্মনিরপেক্ষ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে না : বার্লিনে মোদী

mdজাতীয় ডেস্ক ।। সংস্কৃত ভাষার জন্য ভারতের ধর্মনিরপেক্ষ পরিকাঠামো কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। বার্লিনে ভারতীয় দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, হঠাত্‍ করে কেন একথা বললেন প্রধানমন্ত্রী? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর পিছনে রয়েছে গত বছরের এক বিতর্কিত সিদ্ধান্ত। ২০১৪ তে দেশের ৫০০ টি স্কুলে জার্মান ভাষার জায়গায় সংস্কৃতকে তৃতীয় ভাষা করে মোদী সরকার। এতে অসন্তোষ প্রকাশ করেছিল জার্মানি। তখন এ নিয়ে জার্মান চ্যান্সেলর মর্কেলের সঙ্গে মোদীর কথাও হয়েছিল। সোমবার বার্লিনে মোদী বলেন, একসময় জার্মান রেডিওয় সংস্কৃত ভাষায় খবর পড়া হত। কিন্তু, ভারতে তা কখনই হয়নি। এজন্য জার্মানদের প্রশংসা প্রাপ্য। মোদীর দাবি, ভারতের ধর্ম নিরপেক্ষতা এত দুর্বল নয়, যে কোনও ভাষার জন্য তার ক্ষতিগ্রস্ত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*