ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির সাংবাদিক সম্মেলন

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ নভেম্বর || ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির তরফ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। মূলত, গত বছরের মতো এবছরও ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির পক্ষ থেকে আর্থিকভাবে অসচ্ছল অথচ সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করার অনুষ্ঠানকে সামনে রেখেই এদিনের এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া রাজনগর এলাকায়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান মনোরঞ্জন গোপ, কমিটির সভাপতি ক্ষীরোদরঞ্জন দেব, স্বর্গীয় ক্ষীতিশ দেবের পুত্র তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেব সহ অন্যান্যরা।
এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য গত বছরের ন্যায় এই বছরও ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ই নভেম্বর বেলা ১১ ঘটিকায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি.আর.সি হলে। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়ার মোট ১২টি স্কুলের অষ্টম ও নবম শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের (প্রতি স্কুল থেকে দুই জন, একজন ছাত্র ও একজন ছাত্রী) মধ্যে প্রতিজনে ২০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কমিটির পক্ষে আহ্বান করা হয় যাতে সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে যাতে সাফল্যমন্ডিত করে তোলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*