আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয় ১০৭’তম মহান নভেম্বর বিপ্লব দিবস। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে এই দিনটি পালিত হয়। এদিন ১০৭’তম মহান নভেম্বর বিপ্লব অনুষ্ঠিত হয় রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম) রাজ্য কার্যালয়ে। এখানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে রাজধানীর বটতলায় নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করে এস ইউ সি আই।
এদিন সিপিআই’র উদ্যোগেও দিনটি উদ্যাপন করা হয়।