দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ এপ্রিল ।। রেগা কান্ডে কুমারঘাটে শেষ পর্যন্ত গুলী চালনার ঘটনার পাশাপাশি রেগা শ্রমিকদের ক্ষোভের আগুনে দলীয় অফিস, পঞ্চায়েত পর্যন্ত ছড়িয়েছে। এই ঘটনা গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নানা স্থানে রেগা শ্রমিকরা ন্যায্য মজুরী প্রাপ্তিতে আন্দোলনে নেমেছে।
“নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র তরফে রাজ্যের বন ও গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়াকে প্রশ্ন করা হয়েছিল ঘটনাক্রম নিয়ে। মন্ত্রী নরেশ জমাতিয়া বলেছেন পদ্ধতিগত কারনে মজুরী প্রদানে বিলম্বের ঘটনা হচ্ছে। তবে পয়লা বৈশাখকে সামনে রেখে সংশ্লিষ্ট দপ্তর প্রয়াস জারী রেখেছে রেগা শ্রমিকের মজুরী প্রদানে। বন্ধের দিনেও রেগার মজুরী প্রদান হচ্ছে বলে জানান মন্ত্রী। রেগা শ্রমিকদের আশ্বস্ত করে মন্ত্রী নরেশ জমাতিয়া “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” কে বলেছেন মজুরী প্রদান নিয়ে অনিশ্চয়তার কোনো প্রশ্ন নেই।