বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ নভেম্বর || পরিবহন দপ্তরের উদ্দ্যোগে অনলাইন কেসলেস পেমেন্টের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র ত্রিপুরায় বিভিন্ন জেলায় অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়। এদিন এই মিটিং এ উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমাশসক অভেদানন্দ বৈদ্য, শান্তিরবাজার ষ্টেট ব্যাঙ্কের চিফ ম্যানেজার সুব্রত ঘোষ, শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, ডিস্ট্রিক ট্রান্সফোর্ট অফিসার সোমেন দেব, মোটর ভেইকেলস ইনস্পেক্টর শুভজিৎ মজুমদার সহ অন্যান্যরা।