চরম বিশৃঙ্খলা পরিবেশের মধ্যদিয়ে সমাপ্তি হলো রাজ্যভিত্তিক ওয়া উৎসব

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ নভেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে দু’দিনব্যাপী রাজ্যভিত্তিক ওয়া ফেষ্টিবলর আয়োজন করা হয়। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঙ্গলবার অনুষ্ঠানের সমাপ্তি দিনে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী শান্তনা চাকমাকে আমন্ত্রিত করা হলেও মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে উপস্থিত হয়নি।
ওয়া উৎসব মগ সম্প্রদায়ের উৎসব। এই ফেষ্টিবলের সমাপ্তি দিনে দেখা যায় নানান চিত্রহারে যুবক যুবতিরা নেশায় আশক্ত হয়ে নৃত্যে মাতোয়ারা হয়েছে। অপরদিকে এই ফেষ্টিবেলকে কেন্দ্র করে মেলার বিভিন্ন প্রান্তে চলেছে নানান অসামাজিক কাজ। তবে সকল অসামজিক কাজ কঠোর হস্তে দমন করেন মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও শান্তিরবাজার থানার এস আই সুজিত সরকার।  এই দু’জনের অক্লান্ত পরিশ্রমে মেলায় সকল অসাধু কাজ কঠোর হাতে দমন করা হয়। ওয়া ফেষ্টিবলের কমিটির খামখেয়ালিপনায় যুবসমাজ নেশায় আশক্ত হয়ে থাকতে দেখা গেলো এই মেলায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*