বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশান উন্নয়নমূলক কর্মসূচীর পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। সর্বদা অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াচ্ছেন কনট্রাকটার এসোসিয়েশান এর সদস্যরা। এরমধ্যে শান্তিরবাজার পৌর পরিষদের ১০নং ওয়ার্ডের বিজেপি কর্মী সন্তোষ বনিক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। শুক্রবার উনার শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রয়াত বিজেপি কর্মীর আত্মার সৎগতি কামনা করে উনার পরিবারের পাশে দাঁড়ালো শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশানের সদস্যরা। উনারা প্রয়াত বিজেপি কর্মীর পরিবারের লোকজনদের হাতে কিছু আর্থিক অনুদান তুলে দিলেন। কনট্রাকটার এসোসিয়েশানের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানান।