শেষ হল চৈত্রের হাট – বদলায়নি এক ফোঁটা

chদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ এপ্রিল ।। যার শুরু আছে তাঁর শেষ আছে – সেই পথেই সাঙ্গ হল এবারের চৈত্র হাট। রাজধানীর চৈত্রের হাট কিন্তু নানা কারনে ব্যতিক্রম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচারে। খুলেই বলা যাক, আপনারাও হয়ত “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র সঙ্গে সহমত পোষন করবেন। যেখানে ব্যবসা সেখানেই বিজ্ঞাপন – এই যখন অবস্থা তখন চৈত্রের হাট কেই মিরাকেল বাজার – যার কোনো রকম বিজ্ঞাপন নেই। মানুষই এই হাটের লাইভ বিজ্ঞাপন।
বিগত কয়েকদিন রোদের উত্তাপকে উপেক্ষা করে চৈত্রের হাটে হাজার হাজার মানুষ ঘর গেরস্থালীর নানা উপকরন ক্রয় করেছেন। দিন আনি দিন খাই প্রজাতির মানুষদের পাশেই দরকষাকষী করে জিনিষ কিনেছেন বনেদী ঘরের মানুষ। শেষ দিনে বিক্রেতারাও দর নামিয়ে মাল বিক্রি করার চেষ্টা করেছেন।
যার শুরু আছে তাঁর শেষ আছে – সেই নিয়মে যবনিকা পাত হয়েছে চৈত্রের হাটের, একটু আগেও যেখানে ছিল মানুষের কলতান এ মুহূর্তে সেখানে জমাট বাঁধা নিস্তব্ধতা। রাজধানীর চৈত্রের হাট কমার্শিয়াল হয়নি, বেঁচে আছে মানুষের হৃদয়ের টানে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*