শান্তিরবাজারে বিগ বাজেটের পূজার মধ্যে অন্যাতম ছাত্রবন্ধু সামাজিক সংস্থার কালি পূজো

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ নভেম্বর ||
দীপাবলীকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এইবছরও শ্যামা মায়ের আরোধনায় ব্রতী হতে চলছে শান্তিরবাজার ছাত্রবন্ধু সামাজিক সংস্থার সদস্যরা। শান্তিরবাজারে বিগ বাজেটের পূজার মধ্যে অন্যাতম একটি পূজা হলো ছাত্রবন্ধু সামাজিক সংস্থা আয়োজিত কালীপূজা। ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্দ্যোগে আয়োজিত পূজা এইবছর ১২’তম বছরে পদার্পন করেছে। এই বছর ১০ লক্ষ টাকা বাজেটের পূজার আয়োজন করেছে পূজাকমিটির উদ্দ্যোগতারা। নেপালের বৌদ্ধ মন্দিরের ন্যায় গড়ে তোলা হচ্ছে এই পূজা প্যান্ডেল।
পূজাকে কেন্দ্র করে ৬ দিন পর্যন্ত চলবে নানান অনুষ্ঠান। শনিবার সন্ধ্যা বেলায় স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং এর হাত ধরে এইপূজার শুভ সূচনা করা হবে। এছারা পূজার দিন রাতে সকলের জন্য পূস্পান্নের ব্যবস্থা করা হবে। পূজার মধ্যে সামাজিক কর্মসূচী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। দশমীর দিন কার্নিভালের আয়জন করেছে পূজা কমিটির উদ্দ্যোগতারা। এককথায় বলা চলে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্দ্যোগে আয়োজিত কালী পূজা শান্তির বাজারের পাশাপাশি সমগ্র দক্ষিন জেলার মধ্যে ব্যাপক আনন্দের বাতাবরণ সৃষ্টি করবে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*