আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || রাজধানীর বনমালীপুরস্থিত বিবিসি ক্লাব এবং মোটরস্ট্যান্ড শনিতলা কালী মন্দির কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২১নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক ভট্টাচার্যী সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন করেন অতিথিরা। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা।