আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || দীপাবলি ও কালি পূজো উপলক্ষে রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন। দীপাবলি উৎসব চলাকালীন শহরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার।
এদিন তিনি বলেন, এই বছর পশ্চিম ত্রিপুরা জেলায় ২৯৫টি কালী পূজো হচ্ছে। এর মধ্যে সদর এলাকায় ২৬০টি এবং গ্রামীণ এলাকায় ৮৮টি কালী পূজোর আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। ১৭০ জন টি এস আর কর্মী নিয়োজিত থাকবেন নিরাপত্তার কাজে। ৩৪ জন মহিলা পুলিশ এবং ২৫০ জন সাদা পোশাকে পুলিশ মোতায়ন করা হয়েছে।