মুহুরীপুর রাজ রাজেশ্বরী মন্দিরে কালি পূজার উদ্বোধন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৩ নভেম্বর ||  শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর রাজ রাজেশ্বরী মন্দিরে দীপাবলিকে কেন্দ্র করে শ্যামামায়ের পূজার আয়োজন করা হয়। এই পূজাকে কেন্দ্র করে দু’দিনের মেলার আয়োজন করা হয়। এই মেলায় বিভিন্ন সরকারী দপ্তর থেকে ১১টি স্টল দেওয়া হয়েছে। রবিবার রাতে এই পূজা ও মেলার আনুষ্ঠানিক ভাবে শুভ সুচনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভোধক তথা সাংসদ বিপ্লব কুমার দেব জানান, তিনি বিগত দিনে ত্রিপুরা রাজ্যের সব কয়টি ধর্মীয়স্থান ঘুরে দেখেছেন। কিন্তু তিনি রাজ রাজেশ্বরী মন্দিরে এই প্রথমবারের মতো এসেছেন। কিভাবে এই ধর্মীয়স্থান উনার পরিক্রমা থেকে বাদ পরে গেছে তা তিনি বলতে পারেননি। অবশেষে দীপাবলিকে কেন্দ্র করে এইধর্মীয় স্থানে উপস্থিত থাকতে পেরে তিনি খুবই আনন্দিত। মুহুরীপুরে রাজ রাজেশ্বরী মন্দিরের উন্নয়ন প্রকল্পে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দেবার আশ্বাস প্রদান করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে সরকারি দপ্তরের দেওয়া স্টল গুলি সকলের জন্য উন্মুক্ত করে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মুহুরীপুর রাজ রাজেশ্বরী মন্দিরে মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে লোকসমাগম ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*