শিশু দিবস উপলক্ষে চন্তাইবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || ১৪ই নভেম্বর শিশু দিবস। এই দিবসে পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে মান্দাইস্থিত চন্তাইবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। যার মাধ্যমে কারা কারা বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন এবং লিগ্যাল সার্ভিস কি কি কাজ করেন তার প্রচার করা হয়।
অনুষ্ঠান শুরুতে আলোচনা রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমনি দেববর্মা। উনি শিশু দিবসের গুরুত্ব ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন। তারপর আলোচনা রাখেন আইনজীবী ভবতোষ দেবনাথ এবং সবশেষে আলোচনা রাখেন আধা আইনি স্বেচ্ছাসেবক রাজীব কুমার পাল। উনি আগামী ২৭শে নভেম্বর এই স্কুল মাঠে আয়োজিত প্রশাসনিক শিবির থেকে ছাত্রছাত্রীরা যাতে PRTC, Income Certificate এবং ST Certificate বের করতে পারেন তা নিয়ে বিশদে আলোচনা রাখেন। তারপর আজকের আলোচনার উপর এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ জন ছাত্র ছাত্রীকে পুরস্কিত করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*