আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || বীরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে জনজাতিয় গৌরব দিবস উদযাপনের রাজ্যভিত্তিক কার্য্যক্রম অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যস্তরে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর শুভ সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে এই দিনটি তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, জনজাতিদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সাল থেকে ১৫ই নভেম্বর দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালনের ঘোষণা করেন। এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের বীর নেতৃত্ব ‘ভগবান’ হিসেবে পরিচিত বিরসা মুন্ডার জন্মদিন হিসেবে পালিত হয়। এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক মান উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়।